Highlightআন্তর্জাতিক

করোনাভাইরাসের মহামারিতে পবিত্র রমজান মাসে সামাজিক দূরত্ব মেনে মসজিদ আল-হারামে ওমরাহ পালন

টিডিএন বাংলা ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে ধুঁকছে গোটা বিশ্ব। এবার পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিল সউদি আরব সরকার। তবে টিকাগ্রহণ করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশটিতে।

মহামারির কারণে গত বছরের অক্টোবরে সাত মাস পর পবিত্র দুই মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে যায়। তারপর লাখ লাখ মানুষ মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে নামাজ ও ওমরা পালন করেছেন।

সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ জানান, বর্তমানে প্রতিদিন ৫০ হাজার ওমরা পালনকারীসহ এক লাখ মুসল্লিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রার্থনার অনুমতি দিচ্ছে সরকার। এবার বেশ কয়েকটি দেশের মসুল্লিরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। সেই সাথে তিনি জানান, গত বছরের ২০ আগস্ট জারি করা এক রাজকীয় ফরমানে নির্দেশ দেয়া হয় যে, মসজিদুল হারামে প্রবেশে ইচ্ছুক সকলকেই বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা নিতে হবে। দেশ-বিদেশ থেকে আসা সকল মুসল্লি ও ওমরা যাত্রীকে এজন্য তাদের টিকাগ্রহণের সনদ প্রদর্শন করেই অনুমতির আবেদন করতে হবে।

Related Articles

Back to top button
error: