#StayStrongIndia : শক্ত হও ভারত, বুর্জ খলিফায় তেরঙা এঁকে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা আমিরাতের

টিডিএন বাংলা ডেস্ক : করোনা যুদ্ধে ভারতের পাশে আছি আমরা,’ বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফার গায়ে তেরঙ্গা এঁকে এমনই বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত।

রবিবার রাতে তাদের দেশের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফায় ফুটে উঠল ভারতের জাতীয় পতাকা। লাইট শোয়ের মাধ্যমে বুর্জ খলিফার গায়ে ফুটিয়ে তোলা হল দেশটির তেরঙ্গার ছবি। তবে শুধু বুর্জ খলিফা নয়। সে দেশের একাধিক সৌধেই আলোর খেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ভারতীয় পতাকা। হ্যাশট্যাগ সহযোগে বার্তা দেওয়া হয় #StayStrongIndia।

ভারতের পাশে থাকার বার্তা দিয়ে টুইটও করে বুর্জ খলিফা কর্তৃপক্ষ। টুইটার হ্যান্ডেলে তারা লেখে, “ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের পক্ষ থেকে ভারত ও সেখানকার বাসিন্দাদের জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।”

এই ধরনের ঘটনা অবশ্য এর আগেও দেখা গিয়েছে বুর্জ খলিফায়। বলিউড অভিনেতা তথা দুবাইয়ের পর্যটন দূত শাহরুখ খানের জন্মদিনের দিনেও শুভেচ্ছা বার্তা দেখা গিয়েছিল এই বহুতলের গায়ে। সেই সাথে গতবছর আইপিএল চলা কালিন নাইট রাইডারের কালার অ দেখা গিয়েছিল বুর্জ খলিফাএর গায়ে। এ বার করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়াল তারা।