HighlightNewsআন্তর্জাতিক

ট্রাম্প সব সময় তাঁর ধনবান এবং ক্ষমতাশালী বন্ধুদের জন্য লড়াই করে, আমি সবসময় তোমাদের জন্য লড়বো;ভোটিংয়ের কিছু ঘণ্টা আগে ট্রাম্পকে তোপ জো বিডেনের

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় সময় অনুযায়ী আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া যা শেষ হবে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল সাড়ে ছটায়। আমেরিকার এই রাষ্ট্রপতি নির্বাচনের ওপরে নজর রয়েছে গোটা বিশ্বের। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আসনে কে বসবেন ডোনাল্ড ট্রাম্প নাকি জো বিডেন, তা নিয়েই আপাতত সরগরম বিশ্ব রাজনীতি। এর মধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে টুইট করলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন।

একটি টুইট করে জো বিডেন লেখেন,ডোনাল্ড ট্রাম্প সবসময় তাঁর ধনবান এবং প্রভাবশালী বন্ধুদের জন্য লড়াই করবেন। আমি সবসময় আপনাদের জন্য লড়াই করব।

https://twitter.com/JoeBiden/status/1323463661235642369?s=20

এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ১.৪১ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছেন। আমেরিকায় ইতিমধ্যেই পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে ৬০ লক্ষ্য মার্কিন নাগরিক ভোট দান করেছেন। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল এই পোস্টাল ব্যালট প্রক্রিয়া। একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মিশিগানে ৫৩ শতাংশ লোক সমর্থন করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে। অপরদিকে, ৪৫ শতাংশ মানুষ সমর্থন করছেন ডোনাল্ড ট্রাম্পকে।

Related Articles

Back to top button
error: