আন্তর্জাতিক

তুরস্ক নিজের অধিকার রক্ষার বিষয়ে দৃঢ়সংকল্প: এরদোগান

টিডিএন বাংলা ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্কের সাথে গ্রিসের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে তুরস্ক নিজের অধিকার রক্ষার বিষয়ে দৃঢ়সংকল্প বলেও তিনি উল্লেখ করেন। তিনি জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেছেন। -পার্সটুডে
তিনি আরও বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে আলোচনার মাধ্যমেই বিরোধের মীমাংসা হবে। এরদোগান বলেন, ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ করতে হবে এবং যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জাতীয় স্বার্থ রক্ষার নীতি বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দিয়েছে। ইন্টারনেট

Related Articles

Back to top button
error: