HighlightNewsআন্তর্জাতিক

ইরাকে ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার ইরানের

টিডিএন বাংলা ডেস্ক : ইরাকের স্বায়ত্তশাসিত প্রদেশ কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয় গতকাল রবিবার। এবার সেই হামলার দায় স্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড বা আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার খবর অনুযায়ী ইরান দাবি করেছে যে, ইরবিলে অবস্থিত ইসরায়েলের বিভিন্ন ‘কৌশলগত স্থাপনা’ লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি ইঙ্গিত দিয়েছে যে, গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় আইআরজিসি দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব হিসেবে এরবিলের ইহুদিবাদী কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

এই হামলা প্রসঙ্গে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।” একইসঙ্গে ইরানের পক্ষ থেকে ইসরাইলকে সতর্ক করে বলা হয় যদি তারা এই হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় তাহলে তার পরিনিতি হবে মারাত্মক।

এই হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, ইরবিলে মার্কিন কনস্যুলেটের নতুন ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে কোনো মার্কিন আহত হননি। তাঁদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি। অন্যদিকে ইসরাইলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনগুলি।

Related Articles

Back to top button
error: