দেশ

সংসদে বিজেপি সাংসদের ঘৃণা ভাষণ নিয়ে মুখ খুললেন ক্রিকেটার ইরফান পাঠান

টিডিএন বাংলা ডেস্ক : সংসদে দাঁড়িয়ে বিরেধী দলের সাংসাদকে নিয়ে করা বিজেপি সাংসদ রমেশ বিধুরীর ঘৃণা ভাষণ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। সংসদে আঙুল তুলে বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরী বলতে থাকেন, ‘ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।’ এরপর তিনি সাংসদ আলিকে, ‘মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া’ বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই ‘ঘৃণা ভাষণ’।

https://x.com/IrfanPathan/status/1705194403982127423?s=20

 

যা নিয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠানের ছোট্ট ইঙ্গিতপূর্ণ টুইট, প্ররোচনা বন্ধ না হলে, সেটা ফ্যাশান হয়ে দাঁড়ায়। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কমেন্ট্রির ফাঁকে এই টুইটটি করেন ইরফান পাঠান।

Related Articles

Back to top button
error: