টিডিএন বাংলা ডেস্ক : দীপাবলির রাতে পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দেশবাসীকে চমক দিয়েছিল কেন্দ্র। পাশাপাশি রাজ্যের কাছে আর্জি জানিয়ে ছিল, তারাও যাতে তরল সোনার ভ্যাট কমায়। একমাত্র ওড়িষ্যা বাদ দিয়ে বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রের সেই প্রস্তাবে সাড়া দেয়। কিন্তু এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবিতে সোমবার সকাল থেকে চাপ দিতে শুরু করে বঙ্গ বিজেপি। গেরুয়া ব্রিগেডের এই চোখ রাঙানির মাঝেই বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জানিয়ে দিলেন এই রাজ্যে ভ্যাট কমানো হচ্ছে না।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আছে। সিলিকন ভ্যালি ২.০ তৈরি হচ্ছে। প্রবলেম একটাই। এত বেশি পেট্রোল-ডিজেলে, গ্যাসের দাম বাড়ছে। মানুষের টাকা পয়সা এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। তারপর চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রোল-ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবেন। নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে। আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয় না। আমাদের টিকাই দেয় না। তো টাকা দেবে। বড় বড় ফটফট করে। আমরা লিটার পিছু ডিজেলে এক টাকা ছাড় দিই। আমি কোথায় পাব? তারপরেও করি। আমাদের যত স্কিম আছে, বিশ্বের কোথাও আছে?”