Highlightদেশ

প্রধানমন্ত্রীর কনভয় কাণ্ডের তদন্তে কি এনআইএ?

টিডিএন বাংলা ডেস্ক : ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিভ্রাটের পেছনে, সীমান্তপারের সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে। সুপ্রিমকোর্টে এই সন্দেহ প্রকাশ করে এনআইএ-র হাতে তদন্তভার দেওয়ার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি পাঞ্জাব সরকারের গঠিত তদন্ত কমিটিকে খারিজ করে দেওয়ার দাবিও জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

পাঞ্জাবের মুখ্য সচিব প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিচ্যুতি নিয়ে যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছে তাতে রাজ্য সরকারের ভুল ত্রুটি স্বীকার করা হয়নি। সূত্রের খবর ওই রিপোর্টে চরণজিৎ সিং চান্নি সরকারের দাবি বুধবার হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত কৃষক বিক্ষোভ ছিল সমস্যার প্রধান কারণ। এই বিক্ষোভের খবর তাদের কাছে ছিলনা বলে দাবি করা হয়েছে। ঘটনাচক্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ডি এস পাটোলিয়া আবার এই ঘটনায় রাজ্যের তরফে কোথাও একটা ত্রুটি হয়েছে বলে মেনে নিয়েছেন। তার সেই কথার সূত্র ধরেই এনআইএ অনন্তের দাবি জানান তুষার মেহেতা। এটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (শিখ ফর জাস্টিস) ভাইরাল ভিডিওতে সংস্থার প্রধান নিজে জনগণকে নানা কিছু প্ররোচনা দিয়েছিলেন। এই সূত্র ধরেই ঘটনার পেছনে সীমান্তপারের সন্ত্রাসবাদের যোগ থাকতে পারে।

দু তরফের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি এন ভি রামানা নির্দেশ দেন কেন্দ্রীয় সরকার বা পাঞ্জাব সরকার কোনও তরফের কমিটি সোমবার পর্যন্ত তদন্ত করবে না। সোমবার মামলার পরবর্তী শুনানি।

Related Articles

Back to top button
error: