গোষ্ঠী কোন্দলে জর্জরিত ফরাক্কায় মোক্ষম চাল দিতেই কি মইনুল হকের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী মনিরুল ইসলাম?
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: পর্যাপ্ত প্রার্থী আর দলীয় কোন্দল- বারবার ব্যর্থ করেছে ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসকে। ফলে ফরাক্কার পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হকের বিরুদ্ধে তৃণমূল বারবার সরব হলেও তেমনভাবে লড়াই করে সফল হতে পারেননি তারা। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ছাপ লক্ষ করা যাচ্ছিল। কে প্রার্থী হবেন? তা নিয়েও জোরদার জল্পনা শুরু হয়। প্রার্থীর দাবিদারও কম ছিলেন না ফরাক্কায়। তবে শেষমেশ তাদের বাদ দিয়ে ফরাক্কার প্রতিবেশী ব্লক থেকে কার্যত মনিরুল ইসলামকে প্রার্থী করে চমক দেয় তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা, পাঁচবারের বিধায়ক মইনুল হকের বিরুদ্ধে লড়াই করতে অরাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হিসাবে মনিরুল ইসলামকে প্রার্থী করে কার্যত মোক্ষম চাল দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন দেখার, গোষ্ঠী কোন্দল আর বিবাদ কাটিয়ে সব নেতাদের একত্রিত করে কি ফারাক্কার রাজনীতিতে চমক দিতে পারবেন মনিরুল ইসলাম? পারবেন এআইসিসির সাধারণ সম্পাদক মইনুল হককেই হারিয়ে ফরাক্কায় জোড়াফুল ফোটাতে? উত্তর মিলবে ২ রা মে।