নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ায় পরে গিয়ে মৃত মুর্শিদাবাদের বেলডাঙ্গার যুবক নাজিমুদ্দিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক প্রতিনিধিদল। এদিন বেগুনবাড়ি স্বরূপনগর গ্রামে নাজিমুদ্দিন শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন
আইএসএফের চেয়ারম্যান ও বিধায়ক মহম্মদ নওশাদ সিদ্দিকী। অবিলম্বে নাজিমুদ্দিন সেখকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার কাণ্ডে অভিযুক্তদের শাস্তি এবং উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি বছর পঁচিশের নাজিমুদ্দিন শেখকে ট্রেনে বাড়ি ফেরার পথে নদীয়ার দেবগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নাজিমুদ্দিন কাণ্ডে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।পাশাপাশি মৃত নাজিমুদ্দিন শেখের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অপরাধীদের দৃষ্টান্তনুলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন পরিবারের পক্ষ থেকে আইএসএফ প্রতিনিধি দলের সামনে পুলিশি গাফিলতির অভিযোগ তোলা হয়। তাঁরা বলেন, শুধু কয়েকজনকে গ্রেফতারই করা হয়েছে। এখনো কোন সাক্ষ্য জবানবন্দি নেওয়া হয়নি। বোঝা যাচ্ছে, পুলিশ ঢিমেতালে তদন্তের কাজ চালাচ্ছে। এদিকে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী পরিবারের পাশে সর্বতোভাবে থাকার আশ্বাস দিয়ে জানান, আইএসএফ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবী জানাচ্ছে। প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। দোষীদের চরম শাস্তি দিতে হবে। ঘটনার সময় উপস্থিত রেল পুলিশের একাংশও গাফিলতি দেখিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাদেরও কর্তব্যে অবহেলার জন্য শোকজ এবং দুঃস্থ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকুরির দেওয়ার দাবি জানান।
মৃত নাজিমুদ্দিন শেখের শিশুদের পড়াশোনা চালানোর দায়িত্ব গ্রহণ করার কথাও জানিয়েছেন নওশাদ সিদ্দিকী ।