টিডিএন বাংলা ডেস্ক: তুরস্কে বিরোধীদলীয় জোটের সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে আবারও ক্ষমতায় ফিরলেন ইসলামপন্থী হিসাবে পরিচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান। রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই মহা বিজয়ে তুরস্কের পাশাপাশি সারা বিশ্বে শুরু হয়েছে আনন্দ উৎসব। কারণ রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমর্থক শুধু তুরস্কে নয় সারা বিশ্বে ছড়িয়ে আছে। তুরস্কের অলিতে গলিতে উচ্ছাসে ফেটে পড়েছেন আমজনতা। এই বিজয়ের ফলে তুরস্কের সিংহাসনে আরও ৫ বছরের জন্য ক্ষমতায় থাকছেন এরদোগান।
জানা গিয়েছে, এই নির্বাচনে তুরস্কের শহর অঞ্চলগুলোতে বিরোধীদলীয় জোটের নেতা কিলিচদারোগলু ভোট পেলেও গ্ৰামাঞ্চলগুলোতে বেশি ভোট পেয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অর্থাৎ গ্ৰামাঞ্চলগুলের মানুষ এরদোগানের ইসলামপন্থী মনোভাবের পক্ষ নিয়েছে। অন্যদিকে শহরাঞ্চলের মানুষদের একটি বড়ো অংশ এরদোগানকে প্রত্যাখ্যান করেছেন। শহরাঞ্চলের মানুষদের এই এরদোগান থেকে মুখ ফিরিয়ে নেওয়া তার দল একেপার্টিকে চিন্তায় রাখবে।