HighlightNewsআন্তর্জাতিক

এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে হামলা চালাল ইসরাইল!

টিডিএন বাংলা ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ওই মসজিদের নিচের বাংকার ব্যবহার করে জঙ্গিরা সংগঠিত হামলা চালাত। স্থানীয় সময় আজ রোববার ভোরে জেনিনের একটি আশ্রয়শিবিরে অবস্থিত আল-আনসার নামের ওই মসজিদে হামলা চালানো হয়েছে।

জানা গিয়েছে, ওই মসজিদে অসংখ্য উদ্বাস্তু বসবাস করতেন। ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

গত কয়েক দিনের মধ্যে পশ্চিম তীরে চালানো ইসরায়েলি বাহিনীর অন্তত দ্বিতীয় হামলা এটি। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে গাজায় টানা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ সংঘাতের জেরে ফিলিস্তিনের আরেক ভূখণ্ড পশ্চিম তীরও অশান্ত হয়ে উঠেছে। সূত্র- প্রথম আলো

Related Articles

Back to top button
error: