ফিলিস্তিন ইস্যুতে সম্পর্কের চরম অবনতি ইসরাইল-কলম্বিয়ার, ইসরাইলি রাষ্ট্রদূতকে ক্ষমা চেয়ে দেশ ছাড়ার নির্দেশ কলম্বিয়ার
টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনির বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করাকে কেন্দ্র করে সম্পর্কের চরম অবনতি ঘটেছে ইসরাইল ও কলম্বিয়ার মধ্যে। এই ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূতের আচরণে আরও ক্ষুদ্ধ হন কলম্বিয়ার শাসক শ্রেণী। ফলে ইসরাইলি রাষ্ট্রদূতকে ক্ষমা চেয়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কলম্বিয়া সরকার। আলভারো লেইভা ইসরাইলি রাষ্ট্রদূতকে অভদ্র বলে উল্লেখ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে ( সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট গুস্তাভোর প্রতি ইসরাইলের রাষ্ট্রদূতের নির্বোধ অভদ্রতা সর্বজনীন কূটনীতির ইতিহাস একটি মাইলফলক হিসেবে রেকর্ড থাকবে। রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং আমাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।
মূলত গাজা উপত্যকার যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি রাষ্ট্রদূত দাগানের সঙ্গে অনলাইনে বাকযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি গাজাবাসীর জন্য মানবিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট পেত্রো এক্সে দেওয়া একটি পোস্টে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‹গাজার জনগণ সম্পর্কে গ্যালান্ট যে ভাষা ব্যবহার করেছেন একই ধরনের ভাষা ইহুদিদের সম্পর্কে নাৎসিরাও করেছিল।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘গণতন্ত্রপন্থী জনগণ নাৎসিবাদকে আন্তর্জাতিক রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দিতে পারে না।’ এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়। ১৫ অক্টোবর, রোববার ইসরাইল জানিয়েছে, তারা দক্ষিণ আমেরিকার এই দেশে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেবে। ইসরাইল কলম্বিয়ার সামরিক বাহিনীর জন্য অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ।
এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত কলম্বিয়ার রাষ্ট্রদূত মার্গারিটা মানজারেজকে পেত্রোর ইহুদি বিরোধী বক্তব্যের জন্য তলব করা হয়েছে। হাইয়াতের বক্তব্যের প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার দেশ কখনও গণহত্যা সমর্থন করে না। যদি আমাদের ইসরাইলের সঙ্গে বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা সে পথেই অগ্রসর হব।’