HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিনে হামলার নিন্দা করায় জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চাইল ইসরাইল!

টিডিএন বাংলা ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বিমান হামলার নজিরবিহীন সমালোচনা করায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলার্ড ইর্ডান বলেছেন, গুতেরেসের এ বক্তব্য ‘জঘন্য’ এবং ‘ভয়ানক’। এটির সঙ্গে আমাদের অঞ্চলের কোনো সংশ্লিষ্টতা নেই।

গুতেরেস গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেন, ইসরাইলে হামাসের হামলা বিনা কারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, “এটি স্বীকার করে নিতে হবে ইসরাইলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড [ইহুদি] বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।”

স্বাভাবিকভাবেই জাতিসংঘ মহাসচিবের চরম সত্য কথাগুলো মেনে নিতে পারেনি তেল আবিব। গুতেরেসের এ বক্তব্যের পরপরই তার পদত্যাগ দাবি করেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড ইর্ডান। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, “যারা ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ‘সবচেয়ে ভয়ংকর’ কর্মকাণ্ডের পেছনে যুক্তি দেখাতে চান, তাদের সঙ্গে কথা বলার কোনো যৌক্তিকতা নেই। আমি অনতিবিলম্বে তার (গুতেরেসের) পদত্যাগ দাবি করছি।”

ইসরাইলি দূত আরও বলেন, গুতেরেসের এ মন্তব্য ‘সন্ত্রাসবাদ’ এবং ‘হত্যাকে’ বৈধতা দেয়ার সামিল। এটি খুবই দুঃখজনক তার মতো ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠানের প্রধান যেটি সৃষ্টি হয়েছিল ইহুদিদের উপর (কথিত) ব্যাপক হত্যাকাণ্ডের (হোলোকাস্টের) পর। সূত্র- পার্সটুডে

Related Articles

Back to top button
error: