HighlightNewsআন্তর্জাতিক

গাজার আরও একটি হাসপাতালে হামলার হুমকি ইসরাইলের! দ্রুত খালি করার নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: এবার ফিলিস্তিনের গাজা শহরের আল-কুদস নামের আরও একটি হাসপাতালে হামলার হুমকি দিয়েছে ইসরাইল সরকার! শুধু তাই নয় দ্রুত ওই হাসপাতাল খালি করার নির্দেশও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। যদি অবিলম্বে এই নির্দেশ মানা না হয় তাহলে ফিলিস্তিনের গাজা শহরের আল-কুদস হাসপাতাল হামলা চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালের পরিচালক বাশার মুরাদকে এ নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার আল-আহলি আল-আরাবি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় প্রায় ১ হাজার মানুষের প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যে এবার এ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিদ্যুতের অভাবে আল-কুদস হাসপাতালের সব বিভাগের কার্যক্রম এখন চলছে না। তবে হাসপাতালটিতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন; বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাঁরা এখানে আশ্রয় নিয়েছেন।

বাশার মুরাদ গতকাল শুক্রবার ফোনে আল-জাজিরার প্রতিবেদনককে বলেন, হাসপাতালটি তাৎক্ষণিক খালি করে দিতে ইসরায়েলি সেনাবাহিনী থেকে তিনি ফোন পেয়েছেন। সবাইকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে পাঠাতে বলা হয়েছে। বাশার মুরাদ বলেন, এই এলাকায় হামলা চালানো হবে বলে ইসরায়েলি সেনাবাহিনী এ নির্দেশ দিয়েছে।

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘জবাবে আমি ইসরায়েলি বাহিনীর ওই ব্যক্তিকে বলেছি, আপনি যদি হাসপাতাল খালি করতে চান, তাহলে আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস ও পরিবহনের ব্যবস্থা করুন, যাতে আমরা এখানে থাকা ১২ হাজার মানুষ ও রোগী দক্ষিণে সরিয়ে নিতে পারি। সেখানে আমাদের একটা জায়গা করে দিন।’ বাশার মুরাদ বলেন, ‘এ কথা শুনে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ব্যক্তি চেঁচিয়ে ওঠেন। আমাকে বলেন, যদি তুমি হাসপাতাল খালি না করো, তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ কথা বলে ফোন রেখে দেন।’

আল-কুদস হাসপাতালটি গাজার তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ২০০৯ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরে পুনর্নির্মাণ করা হয়। এর আগে ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে হাসপাতালটি খালি করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দেশ দিয়েছিল বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা সম্ভব নয় বলে তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

Related Articles

Back to top button
error: