রোজাদার গাজাবাসীর উপর আবারও বিমান হামলা ইসরাইলের

টিডিএন বাংলা ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেম শহরের পবিত্র আল আকসা মসজিদ চত্বরে সহিংসতার মধ্যেই চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো গাজায় বিমান হামলা চালালো ইসরাইল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। এমনিতেই আল-আকসা মসজিদ চত্বরে হামলা ও গাজায় হামলাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছিল। তার সাথে যুক্ত হয়েছে এই আক্রমণ ও প্রতি-আক্রমণের ঘটনা। পূর্বেই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলি যোগ্য জবাব দেওয়ার ঘোষণা দিয়ে রেখে ছিল। এবার আজকের এই জোরা হামলার পর স্বভাবতই দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্খা তৈরি হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গাজায় ভূগর্ভস্থে রকেট ইঞ্জিন তৈরি করে এমন স্থানে হামলা চালানো হয়েছে। তাদের আরও দাবি, সোমবার হামাস যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ছিল তার জবাবে হিসাবেই গাজা ভূখণ্ডে অস্ত্র তৈরির কারখানার ওপর আঘাত হানা হয়েছে। এতে তাৎক্ষনিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, এক বিবৃতিতে গাজার প্রশাসনিক গোষ্ঠী হামাসের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলের আক্রমণ ব্যর্থ হয়েছে। যেখানে ইসরাইল আক্রমণ করেছে, সেটা পুরোপুরি খালি ছিল। তারা আরও জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলা কেবল ফিলিস্তিনিদের ‘দখল প্রতিরোধ করতে এবং জেরুজালেম ও এর জনগণের প্রতি তাদের সমর্থন বাড়াতে’ উত্সাহিত করবে। যদিও এই হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, হামলায় কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরনার্থী শিবিরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগে রাতে গাজা থেকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। তবে কোনো ফিলিস্তিনি দল এই হামলার দায় স্বীকার করেনি। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইল ওই চত্বরে ইহুদিদের অধিকার বাড়াতে চাইছে। কিন্তু তারা তা মেনে নিতে রাজি নন।