ফিলিস্তিনি গ্রামে হামলাকারীরা ছাড়া পেল ইসরাইলি আদালতে! প্রতিবাদ ফিলিস্তিনি নেতৃবৃন্দের

টিডিএন বাংলা ডেস্ক: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের হুওয়ারা গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর দায়ে আটক বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারীকে ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আর এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত ইসরাইলি বিচার বিভাগ নিয়েছে তাতে আরেকবার ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র সবার সামনে উন্মুক্ত হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, আদালতের এই সিদ্ধান্ত আরো প্রমাণ করেছে, আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সংঘটিত এই অপরাধে তেল আবিব সরকারের সরাসরি মদদ ছিল। হামাসের এই মুখপাত্র বলেন, আইনের হাত থেকে মুক্তি পাওয়ার এই ঘটনায় অপরাধীরা আষ্কারা পারে এবং এর ফলে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরো বেশী আগ্রাসন চালানোর ধৃষ্ঠতা দেখাবে। তিনি হুওয়ারা শহরে ভয়াবহ আগ্রাসনে সহযোগিতা করার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেন। এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরাইলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল।ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করা হলেও বৃহস্পতিবার রাতে ইসরাইলি আদালতের নির্দেশে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়। সূত্র- পার্সটুডে