HighlightNewsদেশ

‘দ্য কাশ্মীরি ফাইলস’ অশ্লীল-একপেশে দাবি ইজারায়েলি পরিচালকের, প্রতিবাদ ভারতের, ক্ষমা স্বীকার ইজরায়েলি রাষ্ট্রদূতের

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের গোয়াতে অনুষ্টিত হচ্ছে ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই আন্তর্জাতিক মঞ্চ থেকেই ভারতে তৈরি বিতর্কিত ‘দ্য কাশ্মীরি ফাইলস’ চলচ্চিত্রকে অশ্লীল ও একপেশে চলচ্চিত্র বলে দাবি করলেন ইজারায়েলি পরিচালক এবং উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান নাদাভ লাপিড। তিনি আরও বলেন, ‘এমন ঐতিহ্যশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শৈল্পিক ভাবনা যেখানে আসল, সেখানে ‘দ্য কাশ্মীরি ফাইলস’ ছবির কোনও স্থান নেই।’ তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইজরায়েলের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানানো হয় ভারতের পক্ষ থেকে। সেই প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যেই আবার এই ধরণের মন্তব্যের বিরোধীতা করে ক্ষমা চেয়েছেন ইজরায়েলি রাষ্ট্রদূত নায়োর গিলন।

নায়োর গিলন একটি টুইট করে বলেন, আগামীতে যাতে আর এই ধরণের কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন তারা। তিনি আরও লেখেন, “ভারতে অতিথিদের দেবতা হিসেবে মনে করা হয়। নাদাভকে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবেই নিয়ে যাওয়া হয়েছিল। ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসার কারণে নাদাভকে ডাকা হয়েছে বলে বিশ্বাস। ঐতিহাসিক ঘটনা নিয়ে মন্তব্য করার আগে, সেই বিষয়ে নাদাভকে পড়াশোনা করা উচিত ছিল। কাশ্মীরে যা হয়েছে, তা নিয়ে মন্তব্য করার আগে ভালো করে জেনে বুঝে নেওয়া উচিত বলে মনে করি।”

Related Articles

Back to top button
error: