ফিলিস্তিনের তুলকারামে কঠিন প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনী, প্রচুর সামরিক সরঞ্জাম ধ্বংস
টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা সুরাইয়া আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইহুদিবাদী সেনাদের পথে উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন “সাইফ-১” বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস ক্যাম্পের দিকে যাবার সময় ওই বিস্ফোরণ ঘটানো হয়।
বার্তা সংস্থা ফিলিস্তিন আল-ইয়াওম জানিয়েছে, আল-কুদস ব্রিগেড এই মর্মে আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে: তাদের সদস্যরা গতরাত থেকে আজ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ওপর গুলি ও শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে। নূর শামস ক্যাম্পে ইসরাইলি সেনাদের হামলার জবাবে তারা ওই অভিযান চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সুরাইয়া আল-কুদসের বিবৃতিতে আরও বলা হয়েছে: তুলকারামে তাদের প্রকৌশল ইউনিট সরাসরি ইহুদিবাদী ইসরাইলের সামরিক গোলাবারুদে সাইফ-১ বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে। দখলদার ইহুদিবাদী সেনারা নূর শামস ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে হামলা চালানোর লক্ষ্যে তাদের ওই সামরিক সরঞ্জামগুলো জমা করেছিল। এই ক্যাম্পে হামলার সময় ইহুদিবাদী সেনারা এক ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছিল। বুলডোজার দিয়ে এই ক্যাম্পের অবকাঠামোও তারা মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছিল।
পশ্চিম তীরের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ফিলিস্তিনি যোদ্ধারা সব ধরণের অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এখন। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী এবং ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে তারা ভয়াবহ অভিযান চালিয়ে ইহুদিবাদীদের অগণিত অপরাধের জবাব দিচ্ছে। অপরদিকে অধিকৃত অঞ্চলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর অবস্থান ইহুদিবাদীদের জন্য ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সূত্র -পার্সটুডে