HighlightNewsআন্তর্জাতিক

গাজায় ইসরাইলি অভিযান ও ফিলিস্তিনিদের হত্যাকে নাৎসিদের সঙ্গে তুলনা করে শাস্তির মুখে ইসরাইলি এমপি! ক্ষোভ বাড়ছে ইসরাইলে

টিডিএন বাংলা ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনাকে নাৎসিদের ইহুদি নিধনের সাথে তুলনা করে ইসরাইলের এক পার্লামেন্ট সদস্য শাস্তির মুখে পড়েছেন। দেশটির ইথিকস প্যানেল তাকে সাসপেন্ড করেছে। এক সাক্ষাতকারে ইসরাইলি এমপি ওফার ক্যাসিফ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা নিয়ে যে পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তা ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘ফাইনাল সলিউশন’-এর সাথে তুলনীয়।

তিনি আরেকবার বিদেশী মিডিয়ায় হামাসের হামলায় ৭ অক্টোবরের ১৪ শ’ লোকের নিহত হওয়া প্রসঙ্গে বলেন, ‘ইসরাইল এই সহিংসতা চায়।’
জেরুসালেম পোস্ট জানায়, ক্যাসিফকে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর জবাবে এক্সে (সাবেক টুইটার) ক্যাসিফ ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক’ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, নেতানিয়াহু গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আর হিটলার ইউরোপ থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করার কথা ঘোষণা করেছিলেন। গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে ইসরায়েল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ফলে সেখানে যুদ্ধে উভয় পক্ষের কয়েক হাজার লোক ইতিমধ্যে নিহত হয়েছে। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারিয়েছে। এদিকে ইসরাইলে হামাসের হামলায় ১৪ শ’ জনের বেশি নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা, এএফপি ও অন্যান্য

Related Articles

Back to top button
error: