HighlightNewsদেশ

আগামীকাল ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো; আমেরিকা, জাপান সহ ৬টি কোম্পানি অংশগ্রহণ করবে এই মিশনে

টিডিএন বাংলা ডেস্ক: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) ২৬ মার্চ রবিবার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে এলভিএম-এম৩/ ওয়ান ওয়েব ইন্ডিয়া-২ মিশন চালু করবে। ইসরো-এর ৪৩.৫-মিটার-লম্বা এলভিএম৩, যার ওজন ৬৪৩টন, রবিবার সকাল ৯টায় দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উত্তোলন করবে, যুক্তরাজ্য-ভিত্তিক সংস্থা ওয়ান ওয়েব-এর ৩৬টি স্যাটেলাইট বহন করবে। এই লঞ্চ প্যাড চন্দ্রযান-২ মিশন সহ এখনও পর্যন্ত পাঁচটি সফল উৎক্ষেপণ করেছে। ৩৬টি স্যাটেলাইটের মোট ওজন প্রায় ৫,৮০৫ কেজি।

উল্লেখ্য, নেটওয়ার্ক অ্যাক্সিস অ্যাসোসিয়েটেড লিমিটেড অর্থাৎ ওয়ান ওয়েব একটি যুক্তরাজ্য ভিত্তিক যোগাযোগ সংস্থা। ব্রিটিশ সরকার, ভারতের ভারতী এন্টারপ্রাইজ, ফ্রান্সের ইউটেলস্যাট, জাপানের সফটব্যাঙ্ক, আমেরিকার হিউজ নেটওয়ার্কস এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংস্থা হানওয়া এর স্টেকহোল্ডার।

Related Articles

Back to top button
error: