HighlightNewsদেশ

ভারতে ভেঙে পড়তে পারে মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসএস!

টিডিএন বাংলা ডেস্ক : ভারতের উপরে যে কোনো সময় ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আইএসএস। আমেরিকার উদ্দেশে করা একটি টুইটে এমনই আশঙ্কা প্রকাশ করলেন রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ডিরেক্টর-জেনারেল দিমিত্রি রগোজ়িন। ইউক্রেনের উপরে রাশিয়ার হামলার পর শুরু হয়ে গিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ। আর এই যুদ্ধে প্রথম থেকেই ন্যাটোর দেশগুলোর সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি। এই যুদ্ধ শুরু করার শাস্তি হিসাবে আমেরিকা রাশিয়ার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করার পর এমন মন্তব্য করেন দিমিত্রি রগোজ়িন।

এদিন তিনি আমেরিকার উদ্দেশে একটি টুইট করে বলেন, ‘‘আইএসএসে আমাদের সহযোগিতা কি পুরোপুরি বন্ধ করে দিতে চান?’’ রগোজ়িন আরও একটি টুইট করে বলেন, ‘‘আমাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিলে আইএসএস যদি আমেরিকা বা ইউরোপের উপরে আছড়ে পড়ে? তখন কী হবে? ৫০০ টন ওজনের কেন্দ্রটি তো ভারত বা চিনের উপরেও ভেঙে পড়তে পারে। আপনারা তখন তার দায় নেবেন তো?’’

প্রসঙ্গত, আমেরিকা ও রাশিয়া, এই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসএস) গঠন করা হয়। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে এই মহাকাশ স্টেশন দিনে ১৫-১৬ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর কক্ষপথ রাশিয়ার উপর দিয়ে যায় না। সেই দিকেই ইঙ্গিত করে রগোজ়িন বলেন, ‘‘মুশকিলে কিন্তু আপনারাই পড়বেন।’’

Related Articles

Back to top button
error: