এখনও বর্ষা নামেনি, কাটেনি গ্রীস্মের তাপ প্রবাহে, তাই গরমের ছুটি বৃদ্ধি করলো শিক্ষা দপ্তর

টিডিএন বাংলা ডেস্ক: এখনও বর্ষা নামেনি, কাটেনি গ্রীস্মের তাপ প্রবাহে, তাই গরমের ছুটি বৃদ্ধি করা হবে বলে জল্পনা চলছিল। শিক্ষা দফতর সূত্রেও তেমনই খবর পাওয়া গিয়েছিল। এবার সেই জল্পনা কে সত্যি করে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে আগামী ২৬ সে জুন পর্যন্ত বাড়ানো হলো গরমের ছুটি। আগামী ১৫ ই জুন গরমের ছুটি শেষ হবার কথা ছিল। কিন্তু স্কুল শিক্ষা দফতর গরমের ছুটির মেয়াদ বাড়ানো কারণ হিসাবে জানায় যে, রাজ্যে তাপপ্রবাহ ও আর্দ্রতার কারণে একাধিক মৃত্যুর পরিস্থিতির কথা বিবেচনা করে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য স্কুল শিক্ষা দফতর গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এ বিষয়ে পরবর্তী কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশই বলবত্‍ থাকবে। তবে, দার্জিলিং , কালিম্পং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলো তাদের শিক্ষাবর্ষ অনুযায়ী পঠন-পাঠন চালু রাখতে পারবে। এর জন্য স্কুলগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাধারন ভাবে সূচী অনুযায়ী এ বছর গরমের ছুটি ১৫ মে হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিলের শেষে প্রচণ্ড গরম পড়ায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সেই ছুটি এগিয়ে এনে শুরু হয় ২ মে। ছুটি দেওয়া হয় টানা ৪৫ দিন ১৫ জুন পর্যন্ত। কিন্তু এবার সেই ছুটি আরও সপ্তাহ দুয়েক বৃদ্ধি করা হল।