কৃষকদের ভুল বোঝাবুঝি নিয়ে আন্দোলন করা সঠিক নয়; মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা কৃষক আন্দোলনের আজ দশম দিন। লাগাতার দিল্লির সীমান্ত ঘিরে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। এই পরিস্থিতিতে আজ শনিবার আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে পঞ্চম দফার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সোমপ্রকাশ। এদিনের বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে কৃষকদের দাবি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আজ বিজ্ঞানভবনে চলতে থাকা এই বৈঠকে কৃষকদের সমস্যা সমাধান করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নেতৃত্ব।অপরদিকে এই বৈঠক শুরু হওয়ার আগেই কৃষকদের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্র সরকার তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহার করলে তারা আন্দোলন শেষ করবেন।

 

এইরকম সময়ে “ভুল বোঝাবুঝি নিয়ে কৃষকদের আন্দোলন করা সঠিক নয়”, বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”কৃষকদের ভুল-বোঝাবুঝির মধ্যে আন্দোলন করার সঠিক নয়, এই আইন কৃষকদের ভালোর জন্য করা হয়েছে। জেনেবুঝে বিপক্ষরা কৃষকদের ভ্রমিত করছেন। সরকার আলোচনা করছে এবং কোন না কোন রাস্তা অবশ্যই পাওয়া যাবে।”