গোয়াতে আপ ক্ষমতায় এলে চালু হবে ‘লক্ষীর ভাণ্ডার’, প্রতিশ্রুতি কেজরির

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবের পর এবার সৈকত নগরী। গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ক্ষমতায় এলে, ১৮ ঊর্ধ্ব মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়া হবে। রবিবার এমনই ঘোষণা করলেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় প্রত্যাবর্তন করলে প্রত্যেক মহিলাদের ৫০০ টাকা করে হাত খরচা দেবে সরকার। তফশিলি জাতি, উপজাতি মহিলারা পাবেন ১ হাজার টাকা। মমতা ওই প্রকল্পের নাম দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা। সেই প্রকল্প রাজ্যে বেশ জনপ্রিয় হয়েছে। মমতার দেখানো সেই পথেই হাঁটলেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল বলেন, নারী শক্তির বিকাশ মানে কী? যখন মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী থাকবেন, তখনই বিকাশ সম্ভব। টাকাতে শক্তি আছে। যখন মহিলাদের কাছে নিজের টাকা থাকবে, তখনই তারা স্বাধীন হবেন। কেজরিওয়াল দাবি করেন, বিশ্বের কোনও সরকার এইরকম প্রকল্প চালু করেনি।

আপ সুপ্রিমো রবিবার নাভেলিমে একটি জনসভায় প্রতিশ্রুতি দেন, রাজ্যে ক্ষমতায় এলে বাড়ির মহিলাদের জন্য গৃহ আধার প্রকল্পের টাকা দেড় হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার করে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের ১৮ ঊর্ধ্ব মহিলারা প্রতিমাসে হাজার টাকা পাবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোয়া বিধানসভা নির্বাচনের আগে আসলে কেজরি মহিলা ভোট টানতে এই কৌশল অবলম্বন করেছেন।