HighlightNewsদেশ

৫০ আসন বামেদের জন্য এবং ৫০ আসন কংগ্রেসের জন্য হলে আরো ভালো হতো; জানালেন সিপিআই (এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর ৫০ আসন বামেদের জন্য এবং ৫০ আসন কংগ্রেসের জন্য হলে আরো ভালো হতো, বলে মন্তব্য করলেন সিপিআই (এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। সর্বভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া একটি ইন্টারভিউতে বিহার বিধানসভা নির্বাচনে বামেদের ফলাফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এমনটাই মন্তব্য করেন দীপঙ্কর ভট্টাচার্য। তার দাবি বামেরা এই নির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এর পাশাপাশি তিনি বলেন বামেদের অবশ্যই এটা বোঝা উচিত বাংলা সহ সর্বত্রই বিজেপি তাদের একমাত্র শত্রু।

সিপিআই (এমএল) এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন এবছর বিহারের নির্বাচনে তিনি আশা করেছিলেন বাম এবং কংগ্রেসরা মিলিতভাবে আরো ভালো ফলাফল করবে। তিনি বলেন, এ বছরের নির্বাচনে যেভাবে যুব সম্প্রদায়ের উত্থান দেখতে পাওয়া গেছিল তা অন্যান্য বছরের থেকে আলাদা। কর্মসংস্থান, শিক্ষক সহ একাধিক মৌলিক সংখ্যাগুলি নিয়ে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছিল। লকডাউনের মধ্যেও বামেরা যেভাবে মানুষের পাশে ছিল, রেশন পৌঁছে দিয়েছিল, যেভাবে কমরেডরা বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছেছিল, এই সমস্ত বিষয়গুলি বামেদের ভালো ফলাফলের কারণ হয়ে উঠেছে। এর পাশাপাশি বামেদের এই ফলাফল প্রসঙ্গে দীপঙ্কর ভট্টাচার্য আরো বলেন, তিনি মনে করেন না যে এই ভোট শুধুমাত্র নিতিশ বিরোধী ভোট। তিনি বলেন, বিহারের মানুষ মোদি সরকার এবং তার অনেক নীতির জন্য হতাশ। তিনি বলেন বিহারের যে অংশগুলোতে ভালো ফলাফল দেখা গেছে সেখানে মূলত মোদি সরকারের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন প্রতিনিধিরা।

Related Articles

Back to top button
error: