HighlightNewsদেশ

করোনা রোধে ন্যাজাল স্প্রে আনছে আইটিসি

টিডিএন বাংলা ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নাকের স্প্রে আনছে আইটিসি লিমিটেড। যা নাক দিয়ে টানলে শরীরে করোনাভাইরাসের প্রবেশ ঠেকাবে। ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এটি তৈরি করছে বেঙ্গালুরুর আইটিসি লাইফ সাইন্স এন্ড টেকনোলজি সেন্টারের বিজ্ঞানীরা।

আইটিসির এক মুখপাত্র জানান, “যেহেতু ক্লিনিকাল ট্রায়াল চলছে, তাই এ বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব না।” একইসঙ্গে অনুমোদন পাওয়ার পর কোন জায়গা থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে সে ব্যাপারেও কোনও মন্তব্য করতে চাননি তিনি। সূত্রের খবর, এথিকস কমিটির অনুমোদন পেয়েছে আইটিসি। সংস্থা জানিয়েছে, ন্যাজাল স্প্রে নিরাপদ। নাকের মাধ্যমে সার্স কোভ ২ প্রবেশ আটকানোর ক্ষমতা রাখে। প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেলে স্যাভলন ব্র্যান্ডের আওতায় তা বাজারে আসবে।

ন্যাজাল স্প্রে তৈরির কাজ শুরু করেছে বিশ্বের একাধিক সংস্থা। আয়ারল্যান্ডের সংস্থা আইরিশ ল্যাবসের সহযোগী সংস্থা ফোক্সবায়ো এর জন্য মোটা অর্থ বিনিয়োগ করেছে। ভেষজ উপাদানে তৈরি ন্যাজাল স্প্রে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে দিনে দুবার নাকে স্প্রে করার পর ৮ ঘণ্টা পর্যন্ত করোনা প্রতিরোধে সক্ষম। চলতি মাসের গোড়ায় ভারতে আপদকালীন ব্যবহারের আর্জি জানিয়েছে সংস্থাটি।

Related Articles

Back to top button
error: