HighlightNewsরাজ্য

ফ‍ুরিয়ে আসছে ঠান্ডার আয়‍ু

টিডিএন বাংলা ডেস্ক : পশ্চিমী ঝঞ্চা কাটতেই রাজ্যে শীতের হানা। জান‍ুয়ারির শেষ বেলায় শীত যেন ধ‍ুন্ধ‍ুমার ব্যাটিংয়ের ম‍ুডে। আবহাওয়াবিদদের ধারণা, জাঁকিয়ে শীতের দিন প্রায় শেষ।
সরস্বতী পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া অফিস। তবে সেই মেঘ-বৃষ্টির পর্ব কাটিয়ে ফের কি শীত স্বমহিমায় ফিরবে? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি শেষে ঠান্ডা ফিরবে ঠিকই, তবে সেই কনকনে ভাব আর হয়তো থাকবে না। সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফেব্রুয়ারিতে স্বাভাবিকভাবেই দুর্বল হতে শুরু করে শীত। এক্ষেত্রেও তাই হবে।

রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে হয়েছে ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এমাসে কলকাতায় এদিনই ছিল শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের তকমা এখনও ডিসেম্বরের দখলে। সে মাসে একদিনই তা নেমেছিল ১১.২ ডিগ্রিতে। তবে আজ, তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়বে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যের পশ্চিমাঞ্চলে উত্তুরে হাওয়া ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে, এদিনই সেই ইঙ্গিত মিলেছে। যদিও অনেক জায়গায় এখনও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। এদিন বারাকপুরে ৯.৬ ডিগ্রি, কাঁথিতে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল বা ব‍ুধবার থেকে একটি পশ্চিমী ঝঞ্জা ও তামিলনাড়‍ুতে ঘ‍ূর্ণাবর্তর প্রভাবে বাংলায় জলীয় বাষ্প ঢ‍ুকবে। ফলে তাপমাত্রা বাড়বে। শ‍ুক্র শনিবার ফের বৃষ্টির সম্ভাবনা।

Related Articles

Back to top button
error: