টিডিএন বাংলা ডেস্ক : ধর্মীয় ভাবাবেগে আঘাত! বিতর্কে বহুজাতিক সংস্থা নেসলে’র ভারতীয় আধিকারিকরা। নেট দুনিয়াতেও সমালোচনার ঝড়। এর জেরে বিতর্কিত ওই মোড়ক তুলে নেওয়ার আস্থা দিয়েছে সংস্থা।
ঠিক কী কারণে বিতর্ক? জনপ্রিয় এক চকোলেটের মোড়কে তিন হিন্দু দেব-দেবী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার ছবি ছাপিয়ে ছিল নেসলে। গত বছর ওড়িশার ঐতিহ্যকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন নেসলে ইন্ডিয়ার আধিকারিকরা। আর সেই ঐতিহ্য তুলে ধরতে গিয়ে ওড়িশা সরকারের পর্যটন দফতরের ওয়েবসাইট থেকে পুরীর মন্দিরের জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার ছবি নিয়ে এক জনপ্রিয় চকোলেটের মোড়ক ছাপেন। সম্প্রতি ওই মোড়কের চকোলেট বাজারজাত হয়।
বিশ্বদীপ প্রধান নামে এক নেটা নাগরিক বিষয়টি প্রথম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।
তার অভিযোগ, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়। কারণ চকোলেট খাওয়ার পরে সাধারণত মোড়ক জঞ্জালের স্তুপ কিংবা রাস্তায় ফেলে দেওয়া হয়। কোনও হিন্দু তাঁদের দেব-দেবীর ছবি জঞ্জালের স্তুপে কিংবা রাস্তায় ফেলেন না। চকোলেটের মোড়কে দেব-দেবীর ছবি ছেপে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসেই আঘাত দিয়েছেন নেসলের আধিকারিকরা।
সমালোচনার জেরেই সংস্থার আধিকারিকরা ক্ষমা চেয়ে নেন। শুধু তাই নয় বাজার থেকে ওই মোড়ক তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দেন। সংস্থার টুইটার হ্যান্ডেলে লেখা হয়, এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনও কারণে কেউ এই ঘটনায় আঘাত পেয়ে থাকলে তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে বিষয়টি মাথায় রাখা হবে।’