HighlightNewsদেশ

বিজেপির রাজ্যের মুখপাত্র ছিলেন জগদীপ ধনকড়, তীব্র কটাক্ষ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

টিডিএন বাংলা ডেস্ক: বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যপাল একটা পুরস্কার পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারকে উত্যক্ত করার সুফল এটা। তিনি আরও বলেন, রাজ্যপাল যে এতদিন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, সেটা প্রমাণিত হলো। এতদিন রাজ্য সরকারকে গালাগালি দেওয়া এবং মুখ্যমন্ত্রীকে সুইট-টুইট করার ফল হিসেবে বিজেপির পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁকে নির্বাচন করা হয়েছে।

Related Articles

Back to top button
error: