টিডিএন বাংলা ডেস্ক : কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হয়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ সেই প্রস্তাবের কার্যবিবরণী তাঁর কাছে পাঠানো হয়নি। শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই কথা বলেছেন। পাশাপাশি এদিন রাজ্যপাল আরও দাবি করেন, এর আগে সিবিআই ও ইডি নিয়ে পাশ হওয়া প্রস্তাব এবং তার বিবরণীও পাঠানো হয়নি তাকে। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়ে বলেন, সাত দিনের মধ্যে ওই কার্যবিবরণী তাঁর কাছে পাঠাতে হবে।
নিয়োম অনুযায়ি বিধানসভায় কোনও বিল বা প্রস্তাব পাশ হলে সাধারণত তা রাজ্যপালের কাছে পাঠানো হয়। সম্প্রতি কয়েকটি রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। যার বিরেদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গে বিএসএফের এক্তিয়ার ১৫ কিমি থেকে বৃদ্ধি করে ৫০ কিমি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৭ নভেম্বর বিধানসভায় প্রস্তাব পাশ করে রাজ্য সরকার। কিন্তু সেই প্রস্তাবের কার্যবিবরণী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজভবনে পাঠাননি, এই দাবি তুলেই টুইটে সরব হয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং অসাংবিধানিকও বটে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে সিবিআই ও ইডি-র বিরুদ্ধেও বিধানসভায় স্পিকারের কাছে অভিযোগ করেছিল তৃণমূল। সেই কার্যপ্রণালীগুলিও রাজ্যপাল ধনখড়কে দেওয়া হয়নি বলে অভিযোগ। তিনি বলেন, ‘কার্যবিবরণী চেয়ে এর আগেও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা দেওয়া হয়নি।’ এর পরেই ওই বিবরণী পাঠানোর সময়সীমাও বেঁধে দেন ধনখড়। তাঁর দাবি, ‘দ্রুততার সঙ্গে আগে চাওয়া কার্যপ্রণালীগুলিও রাজভবনে দেওয়া যেতে পারে। তবে এর জন্য সাত দিনের বেশি সময় নয়।’ রাজ্যপালের এই টুইট ঘিরে শুরু হয়েছে আলোচনা।