দিল্লি দাঙ্গা ইস্যুতে অমিত শাহের পুলিশ ব্রিগেডকে জোর কটাক্ষ জহর সরকারের
টিডিএন বাংলা ডেস্ক : দিল্লি দাঙ্গায় অত্যন্ত নিম্নমানের তদন্ত হচ্ছে। সম্প্রতি পুলিশকে এই ভাবেই ভৎসনা করেছিল দিল্লি আদালত। এবার একই ইস্যুতে অমিত শাহের পুলিশকে জোর সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার।
গত বছর ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গা নিয়ে পুলিশ যতটা গুছিয়ে মামলা করেছিল, পরবর্তীকালে তদন্তে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে দিশাহীন দেখিয়েছে। এমনই দাবি বেশ কয়েকটি বেশ সংবাদ মাধ্যমের। সূত্রের খবর, পুলিশের দায়ের করা এমন অন্তত ২০টি মামলায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সংবাদমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে প্রসার ভারতের প্রাক্তন সিইও তথা সংসদ জহর সরকার একটি টুইট করেন। টুইটারে তিনি লেখেন, “এবার আশা করি আপনারা সবাই অমিত শাহের দিল্লি পুলিশের আসল চেহারাটা দেখতে পাচ্ছেন। দাঙ্গা বাধানোর অজুহাত দিয়ে তখন একের পর এক ভিন্ন মতাবলম্বীকে গ্রেফতার এমনকি ইউপিএ ধারায় মামলা করতে পিছপা হয়নি পুলিশ। পরে দেখা যাচ্ছে আদালত সেই সব মামলা পরপর খারিজ করে দিচ্ছে। শাহের চক্রান্ত আজ পুরোপুরি ফাঁস হয়ে গিয়েছে।”
সংবাদমাধ্যমের দাবি, সিএএ, এনআরসি বিরোধী প্রতিবাদ থেকে গতবছর দিল্লিতে যে দাঙ্গার ঘটনা ঘটেছিল, তাতে অন্তত ৭৫০টি মামলা দায়ের করে পুলিশ। আদালত সূত্রে খবর এক বছরের মধ্যে মাত্র ৭৩টি মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। এক বছর সময় সীমার মধ্যে জামিন পেয়েছেন অন্তত সাড়ে তিন হাজার অভিযুক্ত। তারপরের সাত মাসে ছাড়া পেয়েছেন আরও অনেকেই।