টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে মুখর কৃষক সংগঠনের সদস্যদের দিল্লি চলো অভিযান রুখতে জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ব্যবহারে ক্ষান্ত হয়ে এবার পুলিশের লাঠির আঘাতের বিরুদ্ধে ব্যতিক্রমী সাহস দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় হিরো নামে পরিচিত পাঞ্জাবের কৃষক আন্দোলনের নেতা জয়সিংহের ছেলে নবদীপের বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা, কোভিড বিধি ভঙ্গ মামলা দায়ের করল পুলিশ। যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
বৃহস্পতিবার দিল্লি হরিয়ানা সীমান্তে কুরুক্ষেত্র অঞ্চলে পুলিশের ব্যারিকেড এর সামনে ২৫০-এর ওপর গ্রামের কৃষকদের নিয়ে “দিল্লি চলো” অভিযানে সামিল হন নবদীপ। সেদিন সারাদিন ধরে নিরাপত্তা বাহিনীদের প্রতিরোধের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত কৃষকদের ওপর প্রচন্ড শীতের মধ্যে জলকামান ছোঁড়া হলে জলকামানের কলের মুখ বন্ধ করতে ট্র্যাক্টর-ট্রলি থেকে ঝাঁপ দিয়েছিলেন এক নবদীপ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের বিরুদ্ধে এই ব্যতিক্রমী সাহসী যুবককে তৎক্ষণাৎ “হিরো” নামে অভিহিত করে সোশ্যাল মিডিয়া। সেই ব্যাতিক্রমী সাহসী যুবক নবদীপের বিরুদ্ধেই খুনের চেষ্টা, দাঙ্গা বাঁধানো, কোভিড বিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পারাও থানায়। নবদীপ ছাড়াও ওই থানায় ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা শাখার প্রেসিডেন্ট গুরনাম সিংহ চারুনি সহ আরো বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কৃষক আন্দোলনের প্রতিবাদী মুখ এই হিরো নবদীপ স্নাতক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি জানিয়েছেন, পড়াশোনা শেষ করে বাবার সঙ্গে চাষবাসে হাত দেন তিনি। বাবা একজন কৃষক নেতা। নবদীপের দাবি, জীবনে কখনো তিনি কোন বেআইনি কাজ কর্মের সঙ্গে যুক্ত হননি। প্রতিবাদ মুখর কৃষকদের লড়াইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জলকামানের গাড়িতে উঠে তার কল বন্ধ করে দেন। তার কারণ, প্রচন্ড শীতের মধ্যে প্রতিবাদ মুখর ওই কৃষকরা জলকামানের প্রয়োগে খুবই কষ্ট পাচ্ছিলেন। তাই কৃষকদের কষ্ট লাঘব করতেই এই পদক্ষেপ নেন তিনি। তিনি আরো জানান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং বিক্ষোভের মাধ্যমে তারা দিল্লিতে প্রবেশের অনুমতি চান। কিন্তু পুলিশ তাদের রাস্তা আটকায়। সোশ্যাল মিডিয়ার “হিরো”, কৃষক আন্দোলনের নেতার ছেলে নবদীপের দৃঢ় যুক্তি, কোন জনবিরোধী আইন পাস করা হলে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে।