আসামের ঘটনার প্রতিবাদে দারাং জেলার এসপি ও ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ জামায়াতের ইসলামী ও জমিয়তে উলামার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ আসামের দারাং জেলার ধলপুরে অবৈধ বসতি উচ্ছেদের নামে নিরীহ মুসলমানদের উপর পাশবিক নির্যাতনের এবং পুলিশের হাতে তিনজনের নিহত হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে দারাং জেলার পুলিশ সুপার সুশান্ত বিশ্ব শর্মা (এসপি) ও ডেপুটি কমিশনার প্রভাতী থোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে হিন্দ, এসআইও এবং জামাআ’তে ইসলামী হিন্দের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামাআ’তে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি এস আমিনুল হাসান, জমিয়তের সর্বভারতীয় মহাসচিব মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব, আসাম রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ বশির আহমেদ সাহেব, বিধায়ক আমিনুল ইসলাম সাহেব, মোহাম্মদ সাফি মাদানি, সর্বভারতীয় ছাত্র সংগঠন এসআইও এর সর্বভারতীয় সভাপতি সালমান আহমেদ, মাওলানা আব্দুল কাদির কাসেমি, মাওলানা মাহবুব হাসান, হাফিজ রফিকুল ইসলাম এছাড়াও প্রমুখ নেতৃত্ব। এই প্রতিনিধি দল তাদের উভয়ের কাছে ডেপুটেশন জমা দেয়। তাঁরা দাবি জানান, এই ঘটনায় জড়িত পুলিশ বাহিনীর সদস্যদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে তারা দাবি করেন উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দিতে হবে সরকারকে।