নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আসামের দারাং জেলার ধলপুরে নিরীহ মুসলমানদের উপর উচ্ছেদের নামে পুলিশের নির্যাতন ও গুলি চালানোর ইস্যুতে তোলপাড় গোটা দেশ। যে ঘটনায় ঘটনা স্থলেই পুলিশের গুলি ও লাঠিচার্জ এর ফলে নিহত হয় ২ জন এবং পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর জানা যায়। এই ঘটনার প্রতিবাদে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এমতাবস্থায় এই সমস্যার সমাধানের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে সাক্ষাৎ করলেন জমিয়তে উলামায়ে হিন্দ, স্টুডেন্ট ইসলামীক অর্গানাইজেশন অব ইন্ডিয়া এবং জামায়াতে ইসলামী হিন্দের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব জনাব মাওলানা হাকিমুদ্দিন কাসেমী সাহেব, জামায়াতে ইসলামী হিন্দের সহ-সভাপতি আমিনুল হাসান সাহেব, এসআইও-এর সর্বভারতীয় প্রেসিডেন্ট মুহাম্মাদ সালমান, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ এর সাধারণ সম্পাদক জনাব মুফতি আব্দুস সালাম সাহেব, আসাম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক জনাব হাফেজ বসির আহমেদ সাহেব প্রমুখ। এই প্রতিনিধি দল মূখ্যমন্ত্রীর কাছে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। তাঁরা দাবি করেন, যেহেতু তারা ভারতীয় নাগরিক এবং দীর্ঘ কয়েক দশক সেখানে বসবাস করছেন তাই তাদের উচ্ছেদ বন্ধ করতে হবে। একইসঙ্গে পুলিশের লাঠিচার্জ, গুলিতে ও উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাঁরা এর সঙ্গে জড়িত সকল অপরাধীদের শাস্তিরও দাবি জানান।