নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: পনপ্রথা দূর করতে গণবিবাহ অনুষ্ঠিত হলো মালদায়। ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানিজেশনের অর্থানুকুল্যে ও বাইথুস শারেকা আল খাইরি ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় এবং জামাআতে ইসলামী হিন্দের সহযোগিতায় ইংলিশ বাজার ব্লকের বুধীয়া হাই মাদ্রাসায় এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের কেন্দ্রীয় প্রতিনীধি তথা প্রজেক্ট কো-অর্ডিনেটর বাইথুস শারেকা আল খাইরি ট্রাষ্ট এর মোহাম্মদ কাবির, একাউন্টেন্ট রিয়াজ আহমেদ, ইলিয়াস হামদানি, মাওলানা আব্দুল ওদুদ, জামাআতে ইসলামি হিন্দের মালদা জেলা সভাপতি সিরাজুল ইসলাম, সহকারি সভাপতি আবু বাক্কার সিদ্দিক, রাজ্যশুরা সদস্য জিল্লুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তারা কনেকে সোনার গয়না এবং বর ও কনে কে যাবতীয় পোশাক পরিচ্ছদ এবং যাতায়াতের জন্য গাড়ি ভাড়া বাবদ নগদ অর্থ প্রদান করেন। গণবিবাহে মোট ২৮ জোড়া তথা ৫৬ জন যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয়।