রাজ্য
জামায়াতে ইসলামীর উদ্যোগে রানাঘাটে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, রানাঘাট: বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হলো রানাঘাটে। বুধবার জামায়াতে ইসলামী হিন্দের উদ্যোগে রানাঘাটে এই কেন্দ্রের সূচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ডাঃ রহমত আলী খান, নদীয়া জেলা সভাপতি মহঃ আসগার আলী মণ্ডল, রাণাঘাট পৌরসভার নডাল অফিসার ডাঃ শিবাজী প্রসাদ কর, পৌর প্রশাসক, কুশল দেব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উদ্বোধন প্রক্রিয়ায় জামাআতের জেলা সভাপতি আসগার আলি মন্ডল জানান, জেলায় মোট ৪ টি ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সেন্টার চালু করা হবে। খুব দ্রুত অন্যান্য সেন্টার গুলিরও সূচনা হবে। জেলা জুড়ে এই পরিষেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো আমরা।