রাজ্য

সংখ্যালঘু মর্যাদা সহ নতুন ভর্তির দাবি, মিল্লি আল আমীন গার্লস কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জামায়াতে ইসলামীর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: মাইনোরিটি স্ট্যাটাস, নতুন ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন সমস্যাকে সামনে রেখে আন্দোলনে নেমেছে মিল্লি আল আমিন গার্লস কলেজের শিক্ষার্থীরা। আর সেই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়ালো জামায়াতে ইসলামী হিন্দ। শুক্রবার জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে মিল্লি আল আমিন কলেজে শিক্ষার্থীদের ধর্নামঞ্চে গিয়ে তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের রাজ্য পরামর্শ পরিষদের সদস্য আব্দুল আজিজ, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাদাম মাসুম, সাবির আলি, বিশিষ্ট সমাজসেবী কামরুদ্দিন মল্লিক প্রমুখ বিশিষ্টরা। এদিন কলেজের যাবতীয় সমস্যা সমাধান করতে কলেজ কর্তৃপক্ষ ও সরকারের কাছে আহবান জানান জামায়াত নেতারা। পাশাপাশি বিষয়টি নিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন। কলেজের উদ্ভূত সমস্যা নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে সমস্যা নিরসনের জন্য রাজ্যপালের সদর্থক ভূমিকা ও হস্তক্ষেপ দাবি করেন জামায়াত নেতৃবৃন্দ। রাজ্যপালের কাছে জামায়াতের নেতৃবৃন্দের সাথে যান মিল্লি আল আমিন গার্লস কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী সাবা মুহাম্মদীও।

Related Articles

Back to top button
error: