টিডিএন বাংলা ডেস্ক: তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহের অভিযোগে দিল্লির বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমআই)’র একজন শিক্ষককে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (আচরণ) বিধি লঙ্ঘন করে কর্তৃপক্ষের অনুমোদন বা পূর্বানুমতি ছাড়াই তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে ছিলেন শারী শিক্ষার শিক্ষক হারিস উল হক। আর সেই কারণেই হারিস উল হককে সাময়িক ভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, ৩১ শে জুলাই হারিস উল হকের বিরুদ্ধে জামিয়া নগর থানায় প্রতারণা, অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘন এবং অপব্যবহার করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য অর্থ সংগ্রহের আড়ালে ১.৪০ লক্ষ টাকা চুরি করেছেন।