৬৬ বছরে প্রথমবার বাংলায় অনুষ্টিত হচ্ছে জমিয়তের ঐতিহাসিক ‘উলামা বৈঠক’

টিডিএন বাংলা ডেস্কঃ জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার জমিয়ত ভবনে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেমদের নিয়ে ৬৬ বছরের ইতিহাসে প্রথমবার বাংলায় অনুষ্টিত হতে চলেছে ঐতিহাসিক ‘উলামা বৈঠক’। পশ্চিমবঙ্গ জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের ওয়ার্কিং কমিটির সদস্য সিদ্দীকুল্লাহ চৌধুরীর আহ্বানে এই ঐতিহাসিক অধিবেশনটি অনুষ্টিত হতে চলেছে। এই অধিবেশনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সিদ্দীকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি, ত্রিপুরায় ঘটে যাওয়া দাঙ্গা, রাবেতা বোর্ড এবং দ্বীনে তালিম বোর্ড সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক অধিবেশন৷

এই অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হযরত মাওলানা মাহমুদ আসআ’দ মাদানী। জানা গিয়েছে উক্ত অধিবেশনে উপস্থিত থাকার কথা আছে কেন্দ্রীয় জমিয়তের সাধারণ সম্পাদক হাকিমুদ্দীন কাসেমী, দারুল উলুম দেওবন্দের মুহতামিম আবুল কাসিম নোমানী, নায়েবে মুহতামিম রাশিদ আজমি, দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য শিক্ষক সালমান বিজনৌরি, আসাম রাজ্য জমিয়তের সভাপতি সাংসদ বদরুদ্দীন আজমল, নাদিম সিদ্দিকী, সিনিয়র অ্যাডভকেট নিয়াজ আহমদ ফারুকী, সাঈদ আহমদ সহ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সাঁইত্রিশ জন সিনিয়র সদস্য অধিবেশনে অংশগ্রহণ করবেন। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ওয়ার্কিং কমিটির সদস্য এবং পনেরোজন করে আমন্ত্রিত ব্যক্তি উপস্থিত থাকবেন।