Highlightদেশ

আবারো রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানালো জম্মু-কাশ্মীরের সাত দলের জোট ‘গুপকার’

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপি সরকার জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক কৌশল নির্ধারণের জন্য জম্মু-কাশ্মীরের সাত দলীয় জোট ‘গুপকার’ নেতৃত্ব জরুরি আলোচনায় বসে। এ আলোচনায় উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেতা মেহবুবা মুফতী, ন‍্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আব্দুল্লাহ, ন‍্যাশনাল কনফারেন্স নেতা হাসনাইন মাসুদি, সিপিএম নেতা এমওয়াই তারিগামী, পিপলস মুভমেন্ট নেতা জাভেদ মুস্তফা মীর এবং আওয়ামী ন‍্যাশনাল কনফারেন্স নেতা মুজাফ্ফার আহমেদ শাহ। আলোচনা শেষে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পরেই বিধানসভা নির্বাচনের দাবি জানালো জম্মু-কাশ্মীরের সাত দলীয় জোট। এই দলীয় জোটের মুখপাত্র সিপিএম নেতা তারিগামী বলেন, “তাদের জোট ২০১৯ সালের ৫ আগস্ট এর আগে জম্মু-কাশ্মীরের যে মর্যাদা ছিল তা পুনর্বহাল করার দাবি জানাচ্ছে। তাদের দাবি আদায়ের ব্যাপারে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। তারা রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আগে নির্বাচন না করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।”

উল্লেখ্য যে, জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা এবং ৩৭০ ধারা বাতিল করার পর শুরু হয় ব‍্যাপক বিক্ষোভ আন্দোলন। সেখানকার রাজনৈতিক দলগুলি তাদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করে। সাতটি রাজনৈতিক দল পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন(পিএজিডি) নামে একটি জোট গঠণ করে। অবশেষে ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে কেন্দ্র সরকার কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে দিল্লিতে একটি বৈঠক আয়োজন করে। পিএজিডির অভিযোগ বৈঠকের পরেও অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার মতো সদিচ্ছা দেখাচ্ছে না কেন্দ্র সরকার। দাবি আদায় না হলে সমস্ত বৈধ উপায়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ও সব রকমের আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক উপায় অবলম্বন করা হবে বলে জানিয়েছেন তারা।

Related Articles

Back to top button
error: