HighlightNewsদেশ

১৯ জানুয়ারি নিটের কাউন্সেলিং

টিডিএন বাংলা ডেস্ক : সর্বভারতীয় মেডিক্যালে স্নাতকোত্তর ( নিট-ইউজি) ২০২১- এর প্রবেশিকায় পড়ুয়াদের ভর্তির কাউন্সেলিংয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে ১৯ তারিখ থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে একথা জানান।

তিনি জানিয়েছেন,কাউন্সেলিং হবে ৪ পর্বে। প্রথম পর্বের রেজিস্ট্রেশন শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উল্লেখ্য কাউন্সেলিং দেরিতে হওয়ায় আন্দোলনে নেমে ছিলেন দিল্লির রেসিডেন্ট চিকিৎসকরা। সেই আন্দোলনে পুলিশি হেনস্থার প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটে সামিল হয়েছিলেন পিজিটি চিকিৎসকেরা। তখনই দ্রুত কাউন্সেলিং- এর আশ্বাস দেওয়া হয়েছিল।

স্নাতকোত্তরে ভর্তির জন্য নিট ২০২১ প্রবেশিকায় যারা সফল হয়েছেন তারা মেডিক্যাল কলেজে কাউন্সেলিং এর জন্য যোগ্যতা অর্জন করেছে। সারা ভারতের মেডিকেল কলেজে ১৫% আসন অল ইন্ডিয়া কোটার আওতায় পড়ে। এ বছর যারা কাউন্সেলিংয়ে অংশ নেবেন, তাদের পছন্দের কলেজ ও জায়গা বেছে আবেদন জানাতে হবে। আসন বন্টন নির্ভর করবে মেধা তালিকার ওপর। ১৯ জানুয়ারি শুরু হবে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন ও ফি জমা করার পর্ব। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

Related Articles

Back to top button
error: