টিডিএন বাংলা ডেস্ক : আন্দামান সাগরে শক্তিশালী হয়েছে নিম্নচাপ। দেশের পূর্ব উপকূলের দিকে এগোতেই সমুদ্র পার হতে গিয়ে বিপুল জলীয়বাষ্প সংগ্রহ করে দফায় দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সব রকম লক্ষণ দেখা দিয়েছে জাওয়াদে। আগামিকাল থেকে ৬ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ৫ তারিখ অর্থাৎ পরশুদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বলে সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস।
শীত সবেমাত্র প্রবেশ করেছে রাজ্যে। এরইমধ্যে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। অন্ধ্র ও ওড়িশা উপকূল হয়ে ঝড়ের মুখ বাংলার উপকূলের দিকে ঘুরে যাওয়ার প্রবল সম্ভাবনা। এর প্রভাবে আগামিকাল অর্থাৎ শনিবার তো বটেই পাশাপাশি রবি ও সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতা এই সাত জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে দমকা হওয়ার আশঙ্কা জারি করেছেন আবহবিদেরা। বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫-৫০ কিলোমিটার থাকবে। সর্বোচ্চ হতে পারে ৮০ কিমি।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে মাথায় হাত পড়েছে কৃষকদের। কারণ এখন বৃষ্টি হলে, কাটা ধান নষ্ট হবে। আম্ফান এবং ইয়াশের মত ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিয়ে ত্রাণ এবং উদ্ধার কাজের পরিকল্পনা আগেভাগে সেরে রেখেছে নবান্ন।