টিডিএন বাংলা ডেস্ক : তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গেই প্রাণ হারিয়েছেন হাবিলদার সৎপাল রাই। দার্জিলিংয়ের তাকদায় মানেদারা গ্রামে থাকতেন বছর ৪১ এর সৎপাল। যদিও চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হওয়ায় দিল্লিতে থাকতেন তিনি। তার ছেলে বিক্কল রাইও সেনাবাহিনীতে কর্মরত। বুধবার সকালে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন সৎপাল। কে ভাবতে পেরেছিল, এই তার শেষ কণ্ঠস্বর শোনা!
মঙ্গলবার সকালেও ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলেছিলেন সৎপাল। দীপাবলি উপলক্ষে কিছুদিন আগে ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। বাড়িতে স্ত্রী, এক ছেলে এবং বাবা মা রয়েছে সৎপালের। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছে রাই পরিবার। দুর্ঘটনার খবর প্রথম পেয়েছিলেন সৎপালের ছেলে। তিনি পরিবারকে এই দুঃসংবাদের কথা জানান। দার্জিলিংয়ের এসপি সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশের তরফে সৎপালের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।