HighlightNewsদেশ

লোকসভা ভোটের মুখে জল্পনা সত্য করে কর্নাটকে বিজেপির সঙ্গে জোট গড়ল জেডিএস

টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র ছয় মাস মত পরেই সারা দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা ভোটের মুখে কর্নাটকে জল্পনা সত্য করে অবশেষে বিজেপির সঙ্গে জোট গড়ল জেডিএস। আজ শুক্রবার এই ঘোষণা দেন বিজেপির প্রবীণ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস ইয়েদুরাপ্পা। বেশ কিছু দিন ধরেই কর্নাটকের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল যে দক্ষিণ ভারতের এই রাজ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা দল সেকুলারের সঙ্গে জোট করতে পারে বিজেপি। যদিও জেডিএস প্রধান এইচডি দেবগৌড়া প্রথম থেকেই সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে একলা চলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্য প্রমাণিত হল। খবরে প্রকাশ বিজেপি-জেডিএস জোটের আসন রফা হয়েছে রাজ্যের ২৮টি লোকসভা আসনের মধ্যে মাত্র ৪টি আসনে প্রার্থী দেবে জেডিএস। অন্যদিকে বাকি ২৪ আসনে প্রার্থী দেবে বিজেপি।

এখন প্রশ্ন উঠতে পারে স্বয়ং দেবগৌড়া একাই লড়াই করার ঘোষণা করে আবার কেন পিছিয়ে এলেন? কেনই বা জেডিএসের মত ক্রমশ্য জনতার সমর্থন হারানো একটি দলকে সাথে রাখতে চাইছে বিজেপি। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিশেষ আলোচনার পরই দেবগৌড়া পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেন। অন্যদিকে কর্নাটকে বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে পরাজিত হয়ে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি। আর সেই কারণেই লোকসভা নির্বাচনে কর্নাটকে বিরোধী জোটকে একটা বার্তা এদিতেই তারা জেডিএসকে সঙ্গে নিয়েছে।

Related Articles

Back to top button
error: