HighlightNewsআন্তর্জাতিক

দেশের ইতিহাসে পঞ্চম ব্যক্তি হিসাবে যুক্তরাজ্যের সংসদে ভাষণ জেলেনস্কির!

টিডিএন বাংলা ডেস্ক : আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সাংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ ভাষণ দিতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। এমতাবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে ও ইউক্রেনের পক্ষে জনমত গড়ে তুলতেই জেলেনস্কি যুক্তরাজ্যের সাংসদে এই ভাষণ দিতে চলেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পূর্বে মাত্র ৪ জন বিদেশি শীর্ষনেতা হাউস অব কমন্সের সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এনারা হলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন, বিল ক্লিনটন, বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যানজেলা মের্কেল।

জেলেনস্কি যখন যুক্তরাজ্যের সাংসদে ভাষণ দিতে চলেছেন তখন যুক্তরাজ্যের বিরুদ্ধে প্রায় ৩০০ ইউক্রেনিয়কে সেই দেশের সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে এবং যুক্তরাজ্য তাদের ফিরিয়ে দেয়। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেন, ‘ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’ কিন্তু কারা প্রবেশ করার চেষ্টা করছে, তাদের যাচাইবাছাই করে দেখতে চাই।’

Related Articles

Back to top button
error: