HighlightNewsদেশ

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! মহারাষ্ট্র ডিজিপির কাছে রিপোর্ট তলব করল রাষ্ট্রীয় মহিলা আয়োগ

টিডিএন বাংলা ডেস্ক: ‌ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্র ডিজিপির কাছে এ প্রসঙ্গে রিপোর্ট তলব করল রাষ্ট্রীয় মহিলা আয়োগ। ২০১৩ সালের একটি এফআইআর-এ তৎকালীন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি মুম্বাইয়ের একটি হোটেল তাজ ল্যান্ডসে একজন মডেলের সঙ্গে ধর্ষণ করেছেন। ওই এফআইআর অনুযায়ী, সুরেশ নাগরে নামে এক ব্যক্তি ওই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে ওই হোটেলে নিয়ে গিয়েছিল। সেসময় এই মামলায় অনেক জলঘোলা হয় এবং এই মামলা আদালত পর্যন্ত যায়। যদিও অভিযোগকারী ওই মহিলা নিজের বিয়ে এবং স্থান পরিবর্তনের কারণ দর্শিয়ে এই মামলা আগে চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে অসমর্থতা দেখিয়ে পিছু হটে যান। তবে এ বছর অর্থাৎ ২০২০ সালের ৮ ডিসেম্বর অভিযোগকারী ওই মডেল বান্দ্রার এক সিনিয়র পুলিশ ইন্সপেক্টরকে ইমেল করে জানান যে, ২০১৩ সালের ধর্ষণের ঘটনার ওপর নতুন করে একটি এফআইআর লেখাতে চান এবং নিজের সুরক্ষাও দাবি করেন। ওই ইমেলে তিনি লিখেছেন, গত পাঁচ-ছয় মাস ধরে কিছু এমন ঘটনা ঘটেছে যার জন্য তিনি এই মামলা লড়তে আবার সাহস পেয়েছেন। তবে, এই পুরো বিষয়টি নিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: