HighlightNewsদেশ

জামিন পাওয়ার পর ফের গ্রেপ্তার জিগনেশ মেবানি

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘নেতিবাচক’ ট্যুইট করার মামলায় অসমের আদালত থেকে জামিন পাওয়ার পর জেলের বাইরে বের হতে না হতেই ফের জিগনেশ মেবানিকে গ্রেফতার করল অসম পুলিশ। তবে এবারে কি কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।

সম্প্রতি, নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গুজরাটের ভডগামের কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি লিখেছিলেন, প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করছেন। এরপরই অসমের কোকরাঝাড়ের স্থানীয় বিজেপি নেতা অরূপ কুমার দের অভিযোগের ভিত্তিতে গুজরাটের পালানপুর সার্কিট হাউস থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। এরপর তিন দিন জেলবন্দি থাকেন গুজরাটের কংগ্রেস বিধায়ক। অসমের একটি আদালতে সোমবার জামিন পাওয়ার পর জিগনেশ জানিয়েছিলেন,”এটা বিজেপি এবং আরএসএস-এর একটি ষড়যন্ত্র। তারা আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটা করেছে। তারা এটা পরিকল্পিত ভাবে করছে। তারা এই কাজ রোহিত ভেমুলার সাথে করেছে, তারা চন্দ্রশেখর আজাদের সঙ্গে করেছে, এখন আমাকে টার্গেট করছে।” তবে সোমবার জামিন পেলেও জেল থেকে মুক্তি পেলেন না কংগ্রেস বিধায়ক জিগনেশ মেবানি। তার আগেই তাঁকে গ্রেফতার করল অসমের বরপেটা থানার পুলিশ।

বরাবরই বিজেপির বিরুদ্ধে এবং মোদি সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সরব থেকেছেন গুজরাটের ভডগামের একদা নির্দলীয় বিধায়ক জিগনেশ মেবানি। ২০১৭ সালে গুজরাটের বডগাম বিধানসভা থেকে নির্দলীয় হিসেবে নির্বাচনী লড়াই করেন জিগনেশ মেবানি। নির্দলীয় বিধায়ক হিসেবে জয়লাভও করেন তিনি। এরপর ২০২১ সালে একটি সাংবাদিক সম্মেলনে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কানহাইয়া কুমারের সঙ্গে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন তিনি। বিভিন্ন সময় কেন্দ্র সরকার, আরএসএস সহ একাধিক ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে সরব হওয়া এহেন জিগনেশের বিরুদ্ধে অভিযোগ করা হয় সম্প্রতি সাম্প্রদায়িক উস্কানিমূলক একাধিক ট্যুইট করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পর তাঁর ওই সমস্ত টুইট মুছেও দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। এরপর প্রধান মন্ত্রীর বিরুদ্ধে ট্যুইট করার অপরাধে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ।

Related Articles

Back to top button
error: