টিডিএন বাংলা ডেস্ক : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জিভ কাটতে হবে। পারলেই মিলবে ১১ লক্ষ টাকা পুরষ্কার। এরকমই রোমহর্ষক ঘোষণা বিহারের এক বিজেপি নেতার। নেতার ওই মন্তব্যে চাঞ্চল্য।
ঠিক কী হয়েছে ঘটনাটি? আন্তর্জাতিক হিন্দু মহাসভার সম্পাদক এবং বিহার বিজেপির কর্মসমিতির সদস্য গজেন্দ্র ঝা বলেন, যদি কোনও ব্রাহ্মণ সন্তান জিতন রাম মাঝির জিভ কেটে তাঁর কাছে আনতে পারে, তাঁকে তিনি ১১ লক্ষ টাকা পুরষ্কার দেবেন। সেই সঙ্গে তার সংযোজন, এটা যে পারবেন তাঁর সারাজীবনের খরচ তিনিই টানবেন।
বিজেপি নেতা গজেন্দ্র ঝা-র বক্তব্য, “আগে ভাবতাম জিতন রাম মাঝি মানসিকভাবে অসুস্থ। জ্ঞানবুদ্ধি হারিয়েছেন। কিন্তু তিনি লাগাতার ব্রাহ্মণদের বিরুদ্ধে অপমানজনক এবং অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন। যা কোনওভাবেই সহ্য করা হবেনা। হিন্দু ধর্ম রক্ষার খাতিরে আমি মরে যেতেও রাজি।”
অন্যদিকে গজেন্দ্র ঝা-র মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হিন্দুস্থানী আওয়ামী মোর্চার জাতীয় মুখপাত্র দানিশ রিজওয়ান। তিনি বলেন, বিজেপি নেতৃত্বের উচিত নেতাদের নিয়ন্ত্রণ করা। না হলে তাঁরা প্রতিরোধের মুখে পড়বেন। মাঝিজি ইতিমধ্যেই তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। এই ইস্যুতে বিজেপি নেতারা কেন শোরগোল করছেন?
জিতন রাম মাঝি সম্প্রতি বলেন, ব্রাহ্মণরা ‘মহাদলিত’দের (মুসাহর) বাড়ি আসেন। সেখানে কিছু খাননি। বদলে তাঁরা সেখান থেকে টাকা দাবি করেন। জিতনরাম বলেন, হিন্দুত্ব সব থেকে খারাপ। যে কারণে বি আর আম্বেদকরের মতো মানুষও হিন্দুধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।”