টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় আধাসামরিক বাহিনীতে প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না এমনই অভিযোগ তুলে পথে নামলেন চাকরিপ্রার্থীরা। শূন্যপদে নিয়োগের দাবি নিয়ে কয়েকশো চাকরিপ্রার্থীরা ২৫ জুলাই দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য মহারাষ্ট্রের নাগপুর থেকে দিল্লির উদ্দেশে পদযাত্রা শুরু করে। সেই আন্দোলনকারীরা বর্তমানে আগরায় উপস্থিত হয়েছেন।
এই আন্দোলনকারীরা ‘সরকার বর্দি দে, ইয়া অর্থি’ (সরকার হয় চাকরি দাও, নয় মৃত্যু) বলে স্লোগান তোলেন। আজ তাদের এই পদযাত্রা ৪৫ দিনের পড়েছে। তারা আগ্রায় আসতেই স্থানীয়রা তাঁদের ফুল-মালা দিয়ে স্বাগত জানান।